কার্যালয়ের নাম | সেবা সমুহ | সেবাদান পদ্ধতি | সেবা প্রাপ্তির সময়সীমা | প্রতিকার বিধানে নিয়োজিত কর্মকর্তা |
মহিলা ও শিশু কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র(সেফ হোম) |
১. ভিকটিমদের নিরাপত্তার সাথে রক্ষণাবেক্ষণ ও ভরণপোষণ। ২. ভিকটিমদের চিকিৎসা স্বাস্থ্যরক্ষা ও স্বাস্থ্য শিক্ষা। ৩. বিজ্ঞ আদালতের প্রয়োজনীয় হাজিরা নিশ্চিতকরণ। ৪. ধর্মীয় নৈতিক ও শিষ্টাচার সংক্রান্ত শিক্ষা। ৫. ভিকটিমদের সাধারণ শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ। ৬. ভিকটিমদের বিনোদন ,ক্রীড়া অনুষ্ঠান ,সাংস্কৃতিক কর্মকান্ড বাস্তবায়ন। ৭. ভিকটিমদের কেইসওয়ার্ক ও মূল্যায়ন। ৮. ভিকটিমদের আদালতের সিদ্ধান্ত মোতাবেক অবমুক্তি ও বৈধ অভিভাবকের নিকট পুনর্বাসন। ৯. পুনর্বাসিত ভিকটিমদের অনুসরন। ১০. ভিকটিমদের কাউন্সেলিং সেবা প্রদান। |
শুধুমাত্র বিজ্ঞ আদালতের আদেশক্রমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগত নারী ও শিশু ভিকটিমের ভর্তি ও অবমুক্তি কাযর্কর হয়। |
বিজ্ঞ আদালতের প্রয়োজন মত যথাযথ কর্তৃপক্ষের নিকট ভিকটিম হস্তান্তর ও পুণর্বাসন পযর্ন্ত। |
১.উপতত্ত্বাবধায়ক,নিরাপদ আবাসন কেন্দ্র ২.উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়,৮১, মুরাদপুর, চট্টগ্রাম । ৩.পরিচালক(প্রতিষ্ঠান), সমাজসেবা অধিদফতর, ঢাকা। ৪.মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, ঢাকা |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS