১। প্রতিষ্ঠানের শুরু হতে অদ্যাবধি মোট ২০৬১ জন নিরাপদ হেফাজতীকে বিজ্ঞ আদালতের আদেশে ভর্তি করা হয় এবং বিজ্ঞ আদালতের আদেশে আইনী সহায়তার মাধ্যমে ১৯৫০ জন নিরাপদ হেফাজতীকে পরিবারে পুনর্বাসন করা হয়েছে।
২। ১০৫ জন নিরাপদ হেফাজতীকে ড্রেস মেকিং ও টেইলারিং এর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৩। ৫০ জন নিরাপদ হেফাজতীকে হস্তশিল্প,ব্লক বাটিক ও পুতির কাজের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৪। ৪০ জন হেফাজতীকে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
৫। ১৭ জন বাক ও শ্রবন প্রতিবন্ধী হেফাজতীদের সাইন ল্যাংগুয়েজ এর উপর প্রশিক্ষণ প্রদান করা করা হয়েছে।
৬। ২০৬১ জন নিরাপদ হেফাজতীকে কাউন্সিলিং ও কেস ম্যানেজমেন্ট এর আওতায় আনা করা হয়েছে।
৭। ১০৫০ জন হেফাজতীকে পরিবারে ফলোআপ করা হয়।
৮। ১৫ জন বাক শ্রবন ও মানসিক প্রতিবন্ধী হেফাজতীদের পত্রিকায় ও টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে পরিবারের খোঁজ করা হয়েছে।
৯। ৫৩ জন গর্ভবতী হেফাজতীকে নিরাপদ প্রসবের ব্যবস্থা করা হয়েছে।
১০। এছাড়া স্বাস্থ্যসেবা, বাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতা ও ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতার প্রশিক্ষণ প্রদান করা হয় এবং বিনোদন ও বিভিন্ন ইনডোর গেসম এর মাধ্যমে হেফাজতীকে মানসিক সুরক্ষা প্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS