হাটহাজারীর ফরহাদাবাদ সেফ হোমে অবকাঠামো ও সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা
হাটহাজারীর ফরহাদাবাদস্থ সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) এর উদ্যোগে প্রতিষ্ঠানের অবকাঠামো ও সেবার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়,চট্টগ্রাম এর পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম। মতবিনিময় সভার শুরুতে সেফ হোমের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফ করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। তিনি জানান বিভাগীয় প্রতিষ্ঠান হিসাবে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন বিজ্ঞ আদালত আদেশে আইনের সংস্পর্শে আসা নিরাপদ হেফাজতীদের (ভিকটিম) এখানে ভর্তি করা হয়। প্রতিষ্ঠার পর হতে মোট ভর্তিকৃত হেফাজতীর সংখ্যা ২৩২২ জন এবং পরিবার ও সমাজে পুনর্বাসিত হেফাজতীর সংখ্যা ২২১৭ জন। প্রতিষ্ঠানের অনুমোদিত আসন সংখ্যা ৫০ জনের কিন্তু বর্তমানে অবস্থানরত হেফাজতীর সংখ্যা ৯৮ জন। সভায় প্রধান অতিথি বিভাগীয় সমাজসেবা কার্যালয়,চট্টগ্রাম এর পরিচালক (উপসচিব) কাজী নাজিমুল ইসলাম অবকাঠামো, শিক্ষা,প্রশিক্ষণ ও বিনোদন সুবিধাদির সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ আমন্ত্রণে সভায় যোগদান করেন দেশের শীর্ষ স্থানীয় ও স্বনামধন্য কর্পোরেট হাউজ বিএসআরএম গ্রুপের সামাজিক দায়বদ্ধতা বিভাগের (সিএসআর) প্রধান তারিকুল কবির। সভায় পরামর্শ মুলক বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম ও বিভাগীয় সমাজসেবা কার্যালয়,চট্টগ্রাম এর উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম। বিএসআরএম গ্রুপের সামাজিক দায়বদ্ধতা বিভাগের প্রধান তারিকুল কবির তাঁর বক্তব্যে সেফ হোমের অবকাঠামো,শিক্ষা,প্রশিক্ষণ ও বিনোদন সুবিধাদি নিশ্চিতকরণে বিএসআরএম গ্রুপের পক্ষ হতে সম্ভাব্য সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS