ফরহাদাবাদ সেফ হোমে মহান শহিদ দিবস পালিত
হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন (সেফ হোম) এর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ,ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন,কবিতা আবৃত্তি,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়,চট্টগ্রামের সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহীদুল আলম। এ সময় ফরহাদাবাদ সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক সুব্রত চন্দ্র বিশ্বাস,প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী,সেফ হোম পুলিশ গার্ড সদস্যগণ ও কর্মরত আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS