হাটহাজারীর ফরহাদাবাদস্থ চট্টগ্রাম বিভাগের একমাত্র মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) এ অবস্থানরত নিরাপদ হেফাজতীদের জন্য মনো-সামাজিক সুরক্ষা ও মেডিকেল ক্যাম্প মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমান। অনুষ্ঠানের শুরুতে সেফ হোমের সার্বিক কার্যক্রম নিয়ে ব্রিফ করেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। তিনি জানান বিভাগীয় প্রতিষ্ঠান হিসাবে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন বিজ্ঞ আদালত আদেশে আইনের সংস্পর্শে আসা নিরাপদ হেফাজতীদের (ভিকটিম) ভর্তি করা হয়। প্রতিষ্ঠার পর হতে মোট ভর্তিকৃত হেফাজতীর সংখ্যা ২২৯৯ জন এবং পরিবার ও সমাজে পুনর্বাসিত হেফাজতীর সংখ্যা ২২০৯ জন। বর্তমানে অবস্থানরত হেফাজতীর সংখ্যা ৯১ জন এর মধ্যে মায়ের সাথে নবজাতক শিশু ৫ জন,বাক ও শ্রবন প্রতিবন্ধী ২ জন,মানসিক রোগী ৫ জন এবং বুদ্ধি প্রতিবন্ধী ১ জন। প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন হেফাজতীরা দীর্ঘ দিন ধরে সেফ হোমে অবস্থান করার কারণে হতাশাগ্রস্ত থাকে, তাই তাদের মনো-সামাজিক সুরক্ষার জন্য এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মুখ্য আলোচক চট্টগ্রাম জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমান বলেন নিরাপত্তাহীনতা,ভীতি, দুশ্চিন্তা,হতাশা,একাকীত্ব,মানসিক চাপ,হীনমন্যতা ইত্যাদির কারণে শিশু-কিশোরীরা আইনের সংস্পর্শে আসে। শিশু-কিশোরীদের লাগসই মনো-সামাজিক সহায়তা এবং মাতা-পিতা,নিকট আত্মীয়-স্বজনদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই প্রবনতা সহনীয় হারে উন্নীত করা সম্ভব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো: ফরিদুল আলম,হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম,সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রায়হান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ নিয়াজ মোর্শেদ ও ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলম। পরে সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমানের নেতৃত্বে মনো-সামাজিক সুরক্ষা ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমার নেতৃত্বে মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। সবশেষে প্রধান অতিথি চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সেফ হোম চত্বরে একটি আম গাছের চারা ও জেলা প্রশাসকের সহধর্মিণী তানজিয়া রহমান একটি লিচু গাছের রোপণ করেন।